প্রধান শিক্ষকের বাণী
শিক্ষা মানবজীবনের আলোকবর্তিকা, জাতির অগ্রগতির প্রধান হাতিয়ার এবং মৌলিকাধিকার। সেই মহান সত্যকে হৃদয়ে ধারণ করিয়া 1962 খ্রিস্টাব্দে মহত প্রাণ শিক্ষানুরাগী মুনশি সফিয়ল আলম মহাশয়ের অগ্রণী উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। পরবর্তীকালে 1988 খ্রিস্টাব্দে বিদ্যালয়টি জাতীয়করণের মাধ্যমে নবযাত্রার সূচনা করিয়া এতদঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
এই শিক্ষা প্রতিষ্ঠানের অভিপ্রায় কেবল পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞানদান নহে; বরং শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতায় উদ্ধুদ্ধ করাই আমাদের প্রধান লক্ষ্য। আধুনিক প্রযুক্তিনির্ভর যুগের চাহিদা পূরণে দক্ষ ও সুনাগরিকরুপে শিক্ষার্থীদের গড়িয়া তোলাই আমাদের অঙ্গীকার।
বিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণের সম্মিলিত প্রচেষ্ঠা আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতায় উজ্জল দৃষ্টান্তরুপে বিরাজ করিবে।
সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমাদের প্রিয় শিক্ষার্থীরা জ্ঞান, চরিত্র ও কর্মে উদ্ভাসিত হইয়া জাতির গৌরব বৃদ্ধি করুক- এই আমার আন্তরিক প্রার্থনা।
প্রধান শিক্ষক
ওছখালী খান সাহেব ছৈয়দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়